‘১০৩ টাকায় পুলিশে চাকরি, দালাল থেকে সাবধান থাকার আহ্বান’

টাঙ্গাইল

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯

মাত্র ১০৩ টাকায় পুলিশে চাকরি ও প্রতারক-দালাল চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে ভিন্নরকম দৃষ্টান্ত স্থাপন করলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।

আগামী ১ জুলাই টাঙ্গাইলে মাত্র ৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকায় চাকরি হবে পুলিশ কনস্টেবল পদে। এই ১০০ টাকাও আবার কনস্টেবল নিয়োগে সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার টাঙ্গাইলে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন। এসময় চাকরিতে নিয়োগ পেতে প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, সাধারণ কোটায় ৪৯ জন পুরুষ ও ৯ জন নারী এবং মুক্তিযোদ্ধা কোটায় আরও ৭৮ জন নারী কনস্টেবল নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, আগামী ১ জুলাই টাঙ্গাইল জেলায় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে।

/এসএস

মন্তব্য করুন