খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিলটনের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদক কৌশিক দে।

মানববন্ধনে বক্তারা মিলটনকে সোমবার (১০ জুন) মহানগরীর একটি অভিযাত হোটেল থেকে মামলা হওয়ার আগে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা যে পন্থায় তুলে নিয়ে গেছেন সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তারা অবিলম্বে সাংবাদিক মিলটনের মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রেখেছেন, দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব, সাংবাদিক মোহাম্মাদ নূরুজ্জামান, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রকিবুল ইসলাম মতি, দৈনিক খুলনাঞ্চলের নির্বাহী সম্পাদক রাজিউল হাসান রাজু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোতাহার রহমান বাবু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল,প্রমুখ।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন