

রাইসুল ইসলাম: ভলন্টিয়ার ফর বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার ভলান্টিয়ারদের নিজেদের অর্থায়নে আজ বিকেল তিনটার সময় পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটের পশ্চিম পাশে আবাসনে দরিদ্র ছেলে-মেয়ে যাদের কাছে কখনো কোনো চিকিৎসা সামগ্রী পৌঁছায় না তাদের মাঝে একটি করে ভেসলিন ও শীতে সুস্থ থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির টির পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি মাহমুদ রায়হান , সহ-সভাপতি মোহাম্মদ ওমর সহ আরো অনেকে। প্রায় ৪০ জন ভলান্টিয়ার। তখন বাচ্চা গুলো এত খুশি হয় যে খুশিতে আত্মহারা হয়ে সবাই ভলান্টিয়ারদের কে জড়িয়ে ধরছিল। তাদের সাথে পড়াশোনার বিষয়ে, মা বাবার আদেশ উপদেশ সবকিছু শোনার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও বিভিন্ন উপদেশ দেয়া হয়।
সবকিছু বাচ্চাগুলো ভালোভাবে মন দিয়ে শোনে এবং সবকিছু মানার প্রতিশ্রুতি জানায়। আসলে আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যাদের কে সাহায্য করার মতো কোনো মানুষ নেই তাদের পাশেই ভলান্টিয়ার ফর বাংলাদেশ সব সময়ই আছে।
তাদের মূল লক্ষ্য হচ্ছে সবাইকে নিয়ে একসাথে দেশের জন্য কাজ করা। দেশের জন্য ভালো কিছু করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।