গোসাইরহাটে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুন ৭, ২০১৯

গোসাইরহাট, শরীয়তপুর: বন্ধুর মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো কিশোরের। দ্রুতগতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারায় কিশোর নয়ন মাঝি (১৭)। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার গরীবেরচরে এই দূর্ঘটান ঘটে।

শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার সময় উপজেলার গরীবেরচর ঢালীর বাজার-মোল্যারহাট সড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নয়ন মাঝি ওই গ্রামের ওলি মাঝির ছেলে।

নিহত নয়নের মামা আসলাম জানান, বন্ধুর মোটরসাইকেল নিয়ে বিকেলে ঘুরতে বের হয় নয়ন। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে গুরুতর আহত হয় নয়ন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এসএস

মন্তব্য করুন