কিশোরগঞ্জে শ্বশুরের হাতে জামাই খুন

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

কিশোরগঞ্জে শ্বশুর বাক্কার মিয়ার (৫২) হাতে মেয়ের জামাই রূপক ওরফে উমর ফারুক (২৮) খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকায় এ ঘটনা ঘটে। উমর ফারুক শহরের বত্রিশ এলাকার বাসিন্দা। তিনি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার গরীবের বস্তিতে বসবাসকারী শ্বশুর বাক্কার বাসায় কয়েকদিন ধরে স্ত্রীকে নিয়ে ফারুক অবস্থান করছিলেন। পারিবারিক কলহের জেরে বুধবার (২৯ মে) ওই বাসা থেকে স্ত্রীকে নিয়ে চলে যান ফারুক।

পরে আজ বৃহস্পতিবার দুপুরে শ্বশুরের বাসায় ফারুক গেলে শ্বশুর বাক্কারের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে জামাই ফারুককে হত্যা করে পালিয়ে যান শ্বশুর বাক্কার।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক শ্বশুর বাক্কারকে আটকের চেষ্টা চলছে।

এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন