
রাঙ্গামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারেংছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন। তার নাম স্নেহাশীষ চাকমা ওরফে ভাগ্যধন।
আজ বৃহস্পতিবার সকালের লংগদু থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
লংগদু উপজেলার আঠারকছড়া ইউপির উত্তর ইয়ারেংছড়ি এলাকায় গতকাল বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত স্নেহাশীষ চাকমা ওরফে ভাগ্যধনের বাড়িতে ডুকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে স্নেহাশীষের মৃত্যু হয়।
নিহত স্নেহাশীষ কালেক্টর হিসেবে কাজ করতেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত জানা, খবর পেয়ে লংগদু থানা পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নিহদের লাশ খাগড়াছড়ি হাসপাতাল মর্গে পাঠাবে বলে তিনি জানান।
জিআরএস/পাবলিক ভয়েস

