আল্লামা শফীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাত

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

ডেস্ক প্রতিবেদক: আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলামের আমীরের কার্যালয়ে আল্লামা শফীর সঙ্গে সাক্ষাৎ করেন কানাডিয়ান হাইকমিশনার রবার্ট ম্যাকডোনাল্ড।

সাক্ষাৎকালে হাইকমিশনার রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ শাহনেওয়াজ মুহসেন, হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ও আল্লামা শফীর ছেলে আনাস মাদানী উপস্থিত ছিলেন।

প্রায় ঘণ্টাব্যাপী ওই সাক্ষাতে কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে হেফাজত আমিরের ছেলে আনাস মাদানী সাক্ষাৎ করার বিষয়টি স্বীকার করে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, বর্তমানে বিশেষ দূত হিসেবে চার মাসের জন্য তিনি বাংলাদেশে এসেছেন। তিনি ইসলামে ফেকাহ ও হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন।

এছাড়া এ সময় হাইকমিশনার হেফাজত আমিরের দোয়া নেন এবং শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান বলে হেফাজত আমিরের ছেলে জানান।

প্রসঙ্গত, কানাডিয়ান সাবেক হাইকমিশনার রবার্ট ম্যাকডোনাল্ড ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত ছিলেন বলে জানা গেছে। তিনি হঠাত হেফাজত আমীরের সাথে কেন সাক্ষাত করেছেন তা নিয়েও চলছে গুঞ্জন।

মন্তব্য করুন