এই নৌকা নূহ আ. এর নৌকার মত বিপদের বন্ধু: শেখ হাসিনা

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

ডেস্ক রিপোর্ট: ‘নৌকা মানুষের বিপদের বন্ধু। হজরত নূহ (আ.) এর নৌকা বিপন্ন মানুষকে যেভাবে সহযোগিতার জন্য এগিয়ে এসেছিল সেভাবে আওয়ামী লীগের নৌকা মানুষের বিপদে এগিয়ে এসেছে। ’

নির্বাচনী প্রচারণায় সিলেট আলীয়া মাদরাসায় আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণের কল্যাণ হয়, দেশের উন্নয়ন হয়। এই কল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন’।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন।

বিএনপি-জামায়াতের রাজনৈতিক আদর্শ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত জীবন্ত মানুষকে আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে মেরেছে। এরা মানুষ পুড়িয়ে মারা ছাড়া আর কিছু পারে না। ’

শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি, এতিমের টাকা চুরি করায় বিএনপি চেয়াপারসন আজ সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ দেয়নি। খালেদা জিয়ার পছন্দের সেনাপ্রধান, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এই মামলা দিয়েছিল। সেই মামলায় তার সাজা হয়েছে। ’ তার ছেলে তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘তারুণ্য শক্তি, তরুণরাই আনবে বাংলাদেশের সমৃদ্ধি। তরুণদের মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নতির শিখরে পৌছে যাবে। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি’

আগামী ৩০ তারিখে দেশের উন্নয়ন অব্যহত রাখতে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান তিনি।

মন্তব্য করুন