

ভোলা প্রতিনিধি :
ভোলায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ১৬ টি দোকান।
ভোলা সদর উপজেলার ০৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার বিশ্বরোড ব্রিজের পশ্চিম পাশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গেছে।
২৭ মে, সোমবার রাত ২:৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, মুহুর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে একটি বসতি ভিটা সহ প্রায় ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার উপরে ক্ষয়-ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জসিম, মোস্তফা, হোসেন মিঝি সহ আরো অনেকে জানায়, আগুনে চারটি মুদি দোকান, দুটি কাপড়ের দোকান, একটি হার্ডওয়্যারের দোকানসহ মোট ১৬টি দোকান ও একটি বসতি ভিটা পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ভোলা সদর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।