
ময়মনসিংহের নান্দাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তারিফ হাসান হৃদয় (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।
আজ রোববার (২৬ মে) সকালে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহীন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এর আগে শনিবার (২৫ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার চরভেলামারী গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় স্থানীয় খুররম খান চৌধুরী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, গতকাল শনিবার রাতে বাড়ির পাশে ছুরিকাঘাত অবস্থায় হৃদয়ের মরদেহ পাওয়া যায়। রাতেই পুলিশ মরদেহটি উদ্বার করে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের ভাই মাজহারুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস

