বান্দরবানে অপহৃত আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

বান্দরবানে অপহৃত পৌর আ.লীগের সহ-সভাপতি চথোয়াই মং মার্মার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৫ মে) দুপুরের দিকে দিকে সদর উপজেলার উজি হেডম্যান পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করেছি।

স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরের দিকে ওই এলাকার খামার বাড়ির এক কিলোমিটার দূরে গহীন জঙ্গলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

বান্দরবান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী ও বান্দরবাস সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর বলেন, চথোয়াই অং মার্মার মরদেহের সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশসহ নেতাকর্মীরা মরদেহ উদ্ধার করেন।

গত ২২ মে (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার উজি হেডম্যান পাড়ার বাগান বাড়ি থেকে আ.লীগের ওই নেতাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন