সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ মে) ভোরে শীতলপুরের মদনহাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তিকে জরুরী বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই এলাকার মৃত মো. আহন মিয়ার ছেলে মো. শফি ভোরে বাড়ির ছাদের ওপর পড়া খড়খুটো পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানান আলাউদ্দিন তালুকদার।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন