বাঁশখালীতে জাতীয় পার্টির সমাবেশে আ.লীগের গুলিবর্ষণ; ২৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

এম ওমর ফারুক আজাদঃ চট্টগ্রামে জাতীয় পার্টির কর্মী সমাবেশে আ.লীগের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টায় জেলার বাশখালী উপজেলার চাম্বল বাজারে এ ঘটনা ঘটে।
হামলা সম্পর্কে স্থানীয় জাতীয় পার্টির সূত্রগুলোর দাবি, এতে তাদের ২৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়াও গোলাগুলির সময় সমাবেশে আটকা পড়েন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এতে তিনিও আহত হয়ে এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সাবেক মেয়র মাহমুদুল ইসলাম মিডিয়াকে বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী চাম্বল বাজারে আমাদের সমাবেশ চলছিল। এসময় একই আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের অনুসারীরা সমাবেশ লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমাদের ২৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি।’

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন মন্তব্য করতে রাজি হননি। একাধিক বার তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করে ‘ব্যস্ত আছেন’ বলে কেটে দেন।

আহতদের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা বলেন, ‘বাঁশখালীর গোলাগুলির ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৮টার পর তাদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে ১৪ জন গুলিবিদ্ধ, অন্যজন ছুরিকাঘাতে আহত ছিলেন। তবে সবাই আশঙ্কামুক্ত।’

আহতদের মধ্যে সবার নাম জানা না গেলেও কয়েকজন হচ্ছেন কপিল উদ্দীন, হাসান, রশিদ, আজিজ আহমদ, আমিন শরিফ, রাসেল মাহমুদ।

মন্তব্য করুন