

ঝিনাইদহের বিসিক শিল্প নগরীর একটি তুলার গোডাউনে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মিলের মালিক আব্দুল জলিল জানান, প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় গোডাউনে তালা লাগিয়ে বাড়িতে যায়। রাত সাড়ে ৮টার দিকে গোডউনে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।
স্থানীয়রা জানান, ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর মধ্যে ঝিনাইদহ জিনিং অ্যান্ড প্রোডাক্ট নামের একটি তুলার গোডাউন রয়েছে। রাতে এ গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
আইএ/পাবলিক ভয়েস