
বান্দরবানে থানচির বলিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মংশৈসাই মারমা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে বলিপাড়া বিএনকেএসের অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মংশৈসাই থানচির ক্রাইক্ষ্যং পাড়ার উহ্লাচিং মারমার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিএনকেএস অফিসের সামনে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাথায় প্রচণ্ড আঘাত লাগলে ঘটনাস্থলে মংশৈসাই মারমা মারা যান।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

