টেকনাফে তাওবা করে ফিরে এলেন একজন সাদপন্থী

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

ভারতের নিজামুদ্দিন মারকাজের আমীর আল্লামা সা’দের কিছু ভ্রান্ত আক্বীদার কারণে তাবলীগ জামাত  দুটি দলে বিভক্ত হয়ে পড়ে। সময়ে সময়ে এই দুই গ্রুপের মধ্যে ছোট বড় সংঘর্ষও বেধেছে অনেক। আবার অনেক সা’দপন্থী তাওবা করে ফিরেও এসেছেন।

সম্প্রতি টেকনাফের দুলালপাড়ায় দুদু মিয়ার ছেলে নূর-মুহাম্মাদ সাদপন্থী (এতায়াতি জামাত) থেকে তাওবা করে ফিরে এসেছেন। ওই ব্যক্তিকে টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার মোহতামিম মুফতী কেফায়েতুল্লাহ শফীক তাওবা-বাক্য পাঠ করান।

তাওবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। সেখানে একটা রুমে উপস্থিত কয়েকজনের মধ্যে নুর মোহাম্মাদ তাওবা পড়েন।

ভিডিওতে দেখা যায়, মুফতী কেফায়েতুল্লাহ একটি কাগজ পড়ছেন। তিনি বলছেন, সাদপন্থী নুর মুহাম্মাদ আমার সামনে তাওবা করে ফিরে এসেছেন। আল্লাহ তাওয়াকারীকে নিষ্পাপের সমতুল্য ঘোষণা করেছেন।

মজলিসে কেফায়েতুল্লাহ একটি হাদীস পাঠ করেন, ‘‘গুনাহ থেকে তাওবাকারী এমন যে তার পূর্বে কোনো গুনাহ ছিল না’’। এরপর এই নুর মুহাম্মাদকে দীনি ভাই হিসেবে গ্রহণ করে নেওয়ার ঘোষণাও দেন তিনি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন