

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ তাদের রোহিঙ্গা পাচারকারী বলে দাবি করেছে।
সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২) ও টেকনাফ শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২২)।
ঘটনার সত্যতা স্বীকার করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রাতে গোপন খবর পেয়ে টেকনাফের শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালায় পুলিশ।
এসময় দু পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় পুলিশের কনস্টেবলসহ ৪ জন আহত হয়েছেন।
ওসি প্রদীপ কুমার দাশ আরও জানান, নিহত দুই ব্যক্তি রোহিঙ্গা মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে দু’টি দেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস