টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গমজানি এলাকায় সিএনজিচালিত দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামীমা আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আজ সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-আরিচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শামীমা দেউলি ইউনিয়নের ঝুনকাই গ্রামের শওকত হোসেনের মেয়ে। তিনি আটিয়া মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন