আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ আলী (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৩ মে) ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের নোয়াদ্ধা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইউনুছ আলী ওই গ্রামের মুনছুর আলীর ছেলে।

জানা গেছে, ইউনুছ সেহরি খেয়ে তার বাড়ির পাশে থাকা পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ধান মাড়াইয়ের চেষ্টা করছিলেন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্লী বিদ্যুতের আড়াইহাজার আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন