নোয়াখালীতে বিড়ির শুল্ক না বাড়ানোর দাবিতে ধুমপায়ীদের মানববন্ধন

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মে ১২, ২০১৯
সোমবার নোয়াখালী-৩ আসনের (বেগমগঞ্জ) সাংসদ মামুনুর রশিদ কিরনের বাড়ির সামনে বিকাল ৫টা থেকে ঘন্টাব্যপী কর্মসূচি নোয়াখালী বিড়ি ভোক্তা পক্ষের ‘বিড়ি বাঁচাও, শ্রমিক বাঁচাও’ ব্যানারে মানববন্ধন করা হয়।

আগামী বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক না বাড়ানোর দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গত সোমবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে বৃহত্তর নোয়াখালী বিড়ি ভোক্তা পক্ষের ‘বিড়ি বাঁচাও, শ্রমিক বাঁচাও’ ব্যানারে মানববন্ধন করা হয়।

গত সোমবার নোয়াখালী-৩ আসনের (বেগমগঞ্জ) সাংসদ মামুনুর রশিদ কিরনের বাড়ির সামনে বিকাল ৫টা থেকে ঘন্টাব্যপী কর্মসূচির আয়োজন করে।

বৃহত্তর নোয়াখালী বিড়ি ভোক্তা পক্ষ নামক সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শত শ্রমিক অংশ নেই। শ্রমিকরা জানান, তারা খেটে খাওয়া শ্রমিক। দিন এনে দিন খায়। বিড়ির মূল্য বৃদ্ধি করলে তাদের আর্থিক সমস্যা হবে। এ সময় তারা বিড়ির মূল্য বৃদ্ধি করে এ শিল্পকে ধংস না করে এটাকে কুটির শিল্প হিসেবে ঘোষণা দেয়ারও দাবি জানান।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন