শরীয়তপুরের ৩ ডাকাতকে গণপিটুনি

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ১১, ২০১৯

শরীয়তপুরের নড়িয়ায় তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

আজ শনিবার (১১ মে) ভোরে উপজেলার পদ্মার বিচ্ছিন্ন চর চরআত্রা এলাকায় এ ঘটনা ঘটে।

তিন ডাকাত হলেন- নড়িয়া উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ডাসারগাঁও এলাকার মৃত রহমতুল্লাহ বেপারীর ছেলে এবাদুল বেপারী (৩২), বিশুরগাঁও এলাকার মৃত মঙ্গল বেপরীর ছেলে সেলিম বেপারী (৫০) ও নওপাড়া তাঁতিকান্দি এলাকার সাহেব আলী বেপারীর ছেলে নূরে আলম বেপারী (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান জানান, গতকাল শুক্রবার (১০ মে) দিনগত রাতে চাঁদপুর থেকে ব্যবসায়ীরা ট্রলারে করে গরু নিয়ে বিক্রির জন্য শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের দিকে যাচ্ছিলেন। পথে মাঝ পদ্মায় ডাকাতদল গরুর ট্রলারে ডাকাতি করে ট্রলারসহ সাতটি গরু নড়িয়া উপজেলার বিচ্ছিন্ন এলাকা চরআত্রায় নিয়ে যায়।

সেখানে আগে থেকেই এক গরু ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ ছিলো ডাকাতদের। আজ শনিবার ভোরে ওই গরু ব্যবসায়ীর কাছে ডাকাতি করে আনা গরু বিক্রির সময় টের পেয়ে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাত গুরু জব্দসহ তিন ডাকাতকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া গরুর মালিকরা কোথায় আছেন তাও খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন