হারানো বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মে ১১, ২০১৯

গত ৭/৫/২০১৯ ইং তারিখ গত সোমবার এ মেয়েটি  রাগ করে বাড়ি থেকে চলে গেছে, তাকে খুজে পাওয়া যাচ্ছে না।

তার নাম শিল্পি আক্তার, তার বয়স আনুমানিক ৩০ বছর, পিতা মো. ইউসুপ বয়াতি, মাতা মোসাঃ জাহানারা বেগম, গ্রামঃ কেওয়াবুনিয়া ১নং ওয়ার্ড, ২নং কুকুয়া ইউনিয়ন, আমতলী, বরগুনা। সে একজন বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। সম্ভবত সে ঢাকার উদ্দেশ্য যেতে পারে তার পরিবারের ধারণা।

যদি কোন সহৃদয় ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তবে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

নাম্বারে যোগাযোগ:– ০১৭৭৮১২৪২৯৩-01778124293

মন্তব্য করুন