বান্দরবানে জনসংহতি কর্মীর বাবা খুন

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৯

বান্দরবানে জনসংহতি সমিতির কর্মী রিপন তঞ্চঙ্গ্যাকে বাড়িতে গিয়ে খোঁজে না পেয়ে তার বাবা জয়মনি তঞ্চঙ্গ্যাকে (৫২) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পাহাড়ে আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি স্থানীয় দোকানদার ও জনসংহতি সমর্থক।

গতকাল বৃহস্পতিবার রাতে সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া মুখ এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের পাঁচ সদস্যের একটি গ্রুপ পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) কর্মী রিপন তঞ্চঙ্গ্যাকে খোঁজতে বাড়িতে যায়।

এ সময় পুত্রকে না পেয়ে পিতা জয়মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন