
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একই ইউনিয়নে পৃথক দুটি স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- বুড়িশ্বর ইউনিয়নের সেলিম মিয়ার স্ত্রী নূরেনা আক্তার (৪৫) ও একই ইউনিয়নের গংগা নগর গ্রামের পংকজ দাসের স্ত্রী স্বপ্না দাস (৩০)।
তাদের মধ্যে নূরেনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। তবে পুলিশ বলছে, নূরেনা বিষপানে আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে নিহত নূরেনা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাসিরনগর থানার এসআই তপু শাহ জানান, নূরেনা বেগম গতকাল বুধবার রাত ১০টার দিকে বিষপানে আত্মহত্যা করেন বলে আমরা জানতে পারি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
অপরদিকে আজ বুধবার রাত আনুমানিক ৯টার দিকে স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করেন গৃহবধূ স্বপ্না দাস। আজ বৃহস্পতিবার বিকালে স্বপ্নার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই তপু।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে- দুটিই বিষপানে আত্মহত্যা। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য উন্মোচন হবে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
জিআরএস/পাবলিক ভয়েস

