চট্টগ্রামে স্টিল কারখানার গলিত লোহায় ৩ শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ৯, ২০১৯

চট্টগ্রাম নগরের ষোলশহরে স্টিল কারখানায় গলিত লোহা ছিটকে শরীরে পড়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ থানাধীন ষোলশহর রুবি গেট এলাকায় বেঞ্চ স্টিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. বেলাল (৫০), মো. সুলতান (৩৫) ও নোমান (২৪)। তাদের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

আহত শ্রমিকরা জানান, বেঞ্চ স্টিল কারখানায় রাতে শ্রমিকরা লোগা গলানোর কাজ করছিলেন। এ সময় গলিত লোহা ছিটকে তিন শ্রমিকের শরীরে পড়ে। এতে তারা দগ্ধ হন।

তাৎক্ষণিকভাবে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুদ্দিন ভূঁইয়া জানান, রাতে দগ্ধ তিন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। তবে তারা আশঙ্কামুক্ত।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন