ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামে মধুমতি নদীতে ডুবে জনি মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। জনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।
জানা যায়, সকালে জনি ও তার স্ত্রী মধুমতি নদীতে গোসল করতে যান। এসময় জনি নদীতে ডুব দিয়ে তলিয়ে যান। খবর পেয়ে বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল জনির মরদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নূর মোহাম্মদ সিকদার জানান, গোপালগঞ্জ ও খুলনা থেকে ডুবরি দল এসে জনির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুব দেওয়ার পর জনির শ্বাস বন্ধ হয়ে মারা যান।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) শিপন জানান, জনির মরদেহ সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
জিআরএস/পাবলিক ভয়েস

