কর্ণফুলী নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডুবে মো. আরাফাত হোসেন মিশু (২৫) নামে এক পর্যটকের  মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (৫ মে) দিনগত রাতে নৌবাহিনীর ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

মৃত আরাফাত চাদঁপুরের কচুয়ার রাজাপুর এলাকার মো. খোরশেদ আলম খোকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে-  আরাফাত ও ঢাকার শেরে বাংলার শেহ আমলী ১ নম্বর এলাকার অভিনেতা নানা শাহর ছেলে আশির শাহ মো. অর্ক মিলে বিকেলে কর্ণফুলী নদীতে কায়াকিং করে সন্ধ্যার দিকে ঘাটে ফিরে আসে।

এরপর দুই বন্ধু মিলে গোসল করতে নদীতে নামলে একপর্যায়ে মিশু ডুবে যেতে থাকে। অর্ক তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

এরপর ঘটনা চারদিকে জানাজানি হলে স্থানীয়রা কাপ্তাই নেভির ডুবুরি দলকে জানালে তারা নদীতে নেমে খুঁজতে থাকে। অবশেষে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে রাতেই মৃত অবস্থায় আরাফাতকে উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত  করে বলেন, মরদেহটি  উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলে তারা  মরদেহ নেয়ার জন্য কাপ্তাই এসে পৌঁছেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন