ঘর ভাড়া দিতে না পারায় এইচএসসি পরীক্ষার্থীকে তালাবদ্ধ করে রাখলেন বাড়িওয়ালা

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ৪, ২০১৯

গাজীপুরের ভোগড়া এলাকায় ঘর ভাড়া দিতে না পারায় রবিউল ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগে আজ শনিবার দুপুরে বাড়িওয়ালাকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

উদ্ধার হওয়া রবিউল ইসলাম শরীয়তপুরের নড়িয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি গাজীপুর আইডিয়াল কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের ভোগড়া উত্তরপাড়া এলাকার স্থানীয় জাহাঙ্গীর আলমের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়ায় বসবাস করে আসছেন রবিউল। পারিবারিক অস্বচ্ছলতার কারণে গত দুই মাসের ঘর ভাড়া বকেয়া পড়ে তাদের।

ওই বকেয়া ভাড়া আদায়ের জন্য ভাড়াটিয়ার ছেলে রবিউলকে বাড়িওয়ালা জাহাঙ্গীর আলম একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা মেরে রাখেন। খবর পেয়ে শনিবার দুপুরে র‌্যাব-১ এর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পরে তালাবদ্ধ ওই ঘর থেকে রবিউলকে উদ্ধার এবং বাড়ির মালিক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন