
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আজও ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা–মাওয়া মহাসড়কের নওয়াপাড়া এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দু’জনই মাইক্রোবাসের যাত্রী। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। মাইক্রোবাসটি বাগেরহাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল এবং দিগন্ত পরিবহনের বাসটি ঢাকা থেকে খুলনায় ফিরছিল।
ফকিরহাট কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ফকিরহাটের নোয়াপাড়া এলাকায় মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও এক যাত্রী আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মরদেহ দুটি কাটাখালী হাইওয়ে থানায় রাখা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় খুলনা-মোংলা সড়কের রামপাল সদরের মালিডাঙ্গা চেয়ারম্যানের মোড় এলাকায় মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও মাহেন্দ্রর ৬ যাত্রী আহত হন।
জিআরএস/পাবলিক ভয়েস

