কুমিল্লায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ১, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

কুমিল্লায় পানিতে ডুবে মীম আক্তার ও সাব্বির রহমান নামে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ভাই-বোন ওই গ্রামের ব্যবসায়ী জাকির হোসেনের সন্তান। বরুড়ার থানা পুলিশের ওসি আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে নারায়ণপুর গ্রামের মামুন মেম্বারের বাড়ি সংলগ্ন একটি পুকুরে মীম আক্তার (৯) ও সাব্বির রহমান (৭) গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদেরকে বাড়িতে না দেখে মা দুই সন্তানকে খুঁজতে থাকেন।

একপর্যায়ে ওই পুকুর পাড়ে যাওয়ার পর তিনি দেখতে পান দুই সন্তানের মরদেহ পানিতে ভাসছে। তার চিৎকারে আশপাশের লোকজন ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে তাদের দাফনের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন