
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর হাফেজিয়া মাদরাসার অদূরে মাঠের বাঁশবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় মিলন হাসান (৩২) নামে এক কারারক্ষীকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মিলন হাসান উপজেলার কুড়ুলগাছি গ্রামের মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর ছেলে এবং যশোর জেলা কারাগারের কারারক্ষী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কৃষি কাজ করতে যাওয়ার সময় রুদ্রনগর মাদরাসার অদূরে বাঁশবাগানে হাত-পা বাঁধা অবস্থায় মিলন হাসানকে দেখে দামুড়হুদা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে তাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কারারক্ষী মিলন হাসান গত মঙ্গলবার দিবাগত রাতে কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি আসার সময় রুদ্রনগর মাদরাসার নিকট পৌঁছালে দুষ্কৃতকারীরা তাকে ধরে নিয়ে গিয়ে সর্বস্ব লুটপাট করে হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। কারারক্ষী মিলন হাসানের জ্ঞান ফিরলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।
জিআরএস/পাবলিক ভয়েস

