লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় উপজেলায় লিকু শেখ (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

আজ রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শারোল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শারোল গ্রামের সাবেক ইউপি সদস্য খোকন এবং বর্তমান সদস্য আলমগীর হোসেন আলমের সঙ্গে এলাকায় অধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিকু শেখ মারা যান। বাকিদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর বিশ্বাস বলেন, খুলনায় নেওয়ার পথে একজন মারা যাওয়ার খবর শুনেছি। তবে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন