উখিয়ার প্রবীণ শিক্ষক সাইফুল ইসলাম স্যারের জানাযা সম্পন্ন

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

মাহদী হাসান (রিয়াদ) উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মাষ্টার আলহাজ্ব সাইফুল ইসলাম সিকদার সাহেব ইন্তেকাল করেছেন! শুক্রবার ২৬ এপ্রিল রাত ১০:টার দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়।

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বাসিন্দা মরহুম মাষ্টার সাইফুল ইসলাম সিকদারের মৃত্যুতে, পুরো উখিয়া বাসী গভীর ভাবে শোকাহত।

উল্লেখ্য গত ২২ এপ্রিল একটি সড়ক দুর্ঘটনায় মরহুম মাস্টার সাইফুল ইসলাম সিকদার আহত হয়ে, উখিয়ায় চিকিৎসাধীন থাকাবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শুক্রবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি মৃত্যুববরণ করেন।

উখিয়ার বেশ কয়েকজন মান্যগণ্য ব্যক্তির সাথে আলাপ কালে আরো জানা যায়; স্যার একজন সাদাসিধে ব্যক্তি ছিলেন, উখিয়ার সামাজিক বিভিন্ন উন্নয়নে স্যারের হাত রয়েছে। এবং অসংখ্য ছাত্রদের ভাষা অনুযায়ী, আদর্শবান একজন শিক্ষক ছিলেন ‘সাইফুল ইসলাম স্যার’ স্যার, উখিয়ার বাসীর কতোটা প্রিয় এবং গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন,তা-ওনার জানাযার দৃশ্য’ই বলে দেয়! আমরা সকলেই স্যারে মাগফেরাত কামনা করি।

মন্তব্য করুন