দাওরায়ে হাদিস পরীক্ষা: প্রশ্নফাঁস রোধে এবার ডিজিটাল পদ্ধতি

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

ইসমাঈল আযহার

এ বছর আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ইতিমধ্যে দু বার প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। কওমী মাদরাসার ইতিহাসে এই প্রথম প্রশ্নপত্র ফাঁসের এমন ঘটনায় মাদরাসা শিক্ষার্থী ও শিক্ষকদের ভেতর ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। এখানে সরকারি স্বীকৃতির বিষয়টিও অনেকে টেনে আনছেন। তুলছেন নানা রকম প্রশ্ন।

দু’বার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এবার হাইয়াতুল উলইয়া কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিয়েছেন। ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন পৌঁছাবেন সকল মারকাজের নেগরানে আ’লার কাছে।

হাইয়াতুল উলয়ার ডিজিটাল এ পদ্ধতির ব্যাপারে বেফাক বোর্ডের সহ-সভাপতি ও হাইয়াতুল উলইয়ার সদস্য জানান, আমরা প্রশ্নফাঁস রোধে বিকল্প ব্যবস্থা হিসেবে কয়েকটি হোয়াটএ্যাপ গ্রুপ খুলেছি। যেখানে সব মারকাজের নেগরানে আলা ও তার সহকারীদের নাম্বার যুক্ত করেছি। তাতে ঠিক সকাল ৮ টা ৩০ মিনিটে একযোগে প্রশ্ন আপলোড করা হবে। আর কোন নাম্বার থেকে প্রশ্নগুলো আপলোড করা হবে সেটা আমরা সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তাদের বলে দিবো।

দাবিত্বরত শিক্ষকরা ৩০ মিনিটে প্রশ্ন প্রিন্ট করে কীভবে শিক্ষার্থীদের হাতে পৌঁছবেন? এমন প্রশ্নের উত্তরে হাইয়াতুল উলয়ার ওই সদস্য জানান, যদি পরীক্ষা কেন্দ্রে প্রিন্টের ব্যবস্থা থাকলে প্রিন্টের অনুমতি আছে। বাহির থেকে প্রিন্ট করার অনুমতি নেই।

এছাড়া বোর্ডে লিখেও পরীক্ষার্থীদের প্রশ্ন দিতে পারবে। এ প্রক্রিয়াটি পরীক্ষামূলক করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের প্রথমবারের পরীক্ষা ৮ এপ্রিল শুরু হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১৮ এপ্রিল। পরবর্তিতে নতুন রুটিনে ২৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে ৩ মে পর্যন্ত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৬টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ২৬ হাজার ৭২১ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন।

হাইয়াতুল উলইয়ার অধীনে ৬টি শিক্ষা বোর্ড হলো- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ, তানজিমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড।

উল্লেখ্য, জাতীয় সংসদের ২২তম অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমিল)-এর সনদকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ পাস হয়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন