হাইয়া নয় সিলেটের এদারা বোর্ডের পরীক্ষা আগামীকাল পৃথকভাবে হবে

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯

প্রশ্নফাঁসের অভিযোগে কওমি মাদরসা শিক্ষা বিষয়ক সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদীসের (তাকমিল) আবু দাউদ শরীফের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এরি মাঝে আল হাইয়া থেকে সরে গিয়ে  এদারা প্রণীত প্রশ্নপত্রের মাধ্যমে তাকমীল ফিল হাদীসের পরীক্ষা পৃথকভাবে নিতে যাচ্ছে সিলেটের (বোর্ড) আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ। বিষয়টি পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছেন  মাওলানা এনামুল হক, প্রকাশনা সম্পাদক, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ।

আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের নোটিশে বলা হয়-


“এতদ্বারা আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসার মুহতামিম সাহেবান, নাযিমে মারকায, মুহাফিজ ও পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দাওরায়ে হাদীসের চলমান পরীক্ষা নিয়ে উদ্ভুধ পরিস্থিতির কারণে এদারারার জরুরি মজলিসে আমেলা নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগামীকাল হতে এদারা প্রণীত প্রশ্নের মাধ্যমে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। ১লা মে বুধবার বিরতির দিনে আজকের স্থগিত বিষয় আবু দাউদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টা থেকে ১২.৩০টা পর্যন্ত পরীক্ষা হবে।
উল্লেখ্য যে ইতিমধ্যে অনুষ্ঠিত বোখারি ২য় ও তিরমিজী ১ম খন্ডের পরীক্ষা বহাল থাকবে।”


প্রসঙ্গত, প্রশ্নফাঁসের অভিযোগ হাইয়ার ওঠায় দাওরায়ে হাদীসের আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়। তবে এ বিষয়ের পরীক্ষা পুনরায় কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।

Image may contain: text

এদিকে আগামী বিষয়গুলোর পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে আজ একটি জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র নেতৃবন্দ উপস্থিত থাকবেন। এর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বিষয়ক সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা বাতিল হওয়ার পর গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

প্রসঙ্গতঃ এর আগে প্রশ্নপত্র  ফাঁস হওয়ায় অভিযোগে হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রত্যাখ্যান করে নতুন করে নিজেদের ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন যাত্রাবাড়ি মাদসারা কর্তৃপক্ষ। পরবর্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করে হাইয়াতুল উলয়ার তত্বাবধানে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মন্তব্য করুন