
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ইটভাটার ৪ শ্রমিক নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরে ঢুকে গেলে সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা ৪ শ্রমিক মারা যান।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা এনি বড়ুয়া বলেন, ইসলামপুর গাবতল এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেছেন। ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

