ইভিএমই সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো উপায় : সিইসি

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

ইভিএমই সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো উপায়। আজ বুধবার দুপুরে ফরিদপুর সদরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

তিনি বলেন, আগামীতে সব নির্বাচনে ইভিএম পদ্ধতি চালু করা হবে। নির্বাচনকে ডিজিটাল করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। সিইসি জানান, ফরিদপুরসহ ৫ জেলায় নির্বাচনি আসন পুনর্বিন্যাসে কাজ করছে কমিশন।

অনুষ্ঠানে ৪৬ বিশিষ্ট নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, পর্যায়ক্রমে সদর উপজেলার ৩ লাখ ৩৬ হাজার ৬০৮ জন ভোটারকে এই কার্ড দেয়া হবে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন