
ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আলী হোসেন (৪৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে ফেনী রেলওয়ে স্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আলী হোসেন ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সাহেবনগর গ্রামের ধলু মিয়ার ছেলে।
ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসে কাটা পড়ে নিহত হয়েছেন।
তিনি আরও জানান, নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে নিহতের নাম-ঠিকানাসহ তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ রয়েছে। তিনি দুরারোগ্য ব্যাধির যন্ত্রণায় আত্মহত্যা করছেন বলেও ওই চিরকুটে লেখা রয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

