রিলিজ হল স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠীর ক্ষুদে শিল্পী মুশফিকুর রহমান’র গান ‘মা’

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

“সবার একান্ত ভালোবাসা ও সু পরার্শ সামনে রেখে এগিয়ে যেতে চায় স্বপ্নপূরণ পরিবার”

স্বপ্নপূরণ ইসলামি সঙ্গীতের এক অনন্য প্রতিষ্ঠান। কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামি সঙ্গীত ও দেশাত্মবোধক গাণের পরিবেশনায় ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেই চলেছে। সুস্থ ইসলামি সংস্কৃতির বিকাশে কলরব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সে ধারাবাহিকতায় আজ রিলিজ হয়েছে হুজাইফা আল মাহদী -এর কথা ও সুরে ক্ষুদে শিল্পী; মুশফিকুর রহমান সামীর কন্ঠে ‘আমার মা জননী’ শিরনামে চমৎকার একটি

গানটি সার্বিক বিষয়ে জানতে চাইলে জাতীয় ইসলামীক সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরণ এর প্রতিষ্ঠাতা মহা-পরিচালক হুজাইফা আল মাহদী বলেন,  ইতোমধ্যে মুশফিক তার অসাাধারণ সুরের লহরির মাধ্যমে বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, গতবছরে তার কন্ঠে গাওয়া ‘মাগো আমায় জাগিয়ে দিও’ শিরোনামের একটি সংগীত সবার হৃদয় কেড়েছে।

প্রকাশিত ইউটিউব চ্যানেল ইসলামী শক্তি টিভি ঘেটে দেখা যায়,  এ অবধি গানটি প্রায় ৭০ লক্ষবার দেখা হয়েছে। তিনি আরও জানান, সারা দেশব্যপী আমাদের স্বপ্নপূরণ -এর কার্যক্রম অব্যাহত আছে। বিভিন্ন জেলায় সংগঠনের এখন পর্যন্ত ৬ টি শাখা করা হয়েছে। (প্রধান কার্যালয় – ৫১/৫১ ৬ তলা পুরানা পল্টন, ঢাকা।)

রমযান উপলক্ষ্যে আপনাদের কি কি আয়োজন রয়েছে জানতে চাইলে তিনি পাবলিক ভয়েসকে বলেন, স্বপ্নপূরণ প্রায় ১৫ টি সংগীতের ভিডিও এর কাজ হাতে নিয়েছে সবগুলোর কাজ প্রায় শেষের দিকে। সবার একান্ত ভালোবাসা ও সু পরার্শ সামনে রেখে এগিয়ে যেতে চায় স্বপ্নপূরণ পরিবার।

স্বপ্নপূরণ এর ইউটিউব চ্যানেল- Shopnopuron Shilpigosth’য় ৪০ টি ভিডিও রয়েছে। এছাড়াও স্বপ্নপূরণ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল Islamic future; যার সাবস্ক্রাইব সংখ্যা রিপোর্ট লেখা অবধি প্রায় ৪ লক্ষ  ৫০ হাজার পার হয়েছে। এখানেই স্বপ্নপূরণ -এর আগামীর সকল গান ও নতুন নতুন সব আয়োজন রিলিজ হবে।


‘আমার মা জননী’ গানের লিরিক-

আমার মা জননী চলে গেছে

আমায় একা করে

মায়ের বিরহে জীবন আমার

কেদেঁ কেদেঁ শুধু মরে।

 

আদর সোহাগ ভালোবাসা

মায়ের মতো কেউ দেয়না,

দু’হাত তুলে খোখা বলে

কাছে টেনে কেউ নেউনা।

 

আজও আমি চেয়ে থাকি

ফিরেকি আসবে মা।

সবাই বলে আমার মাকে

কবর দিয়েছে বাশঁবাগানে।

 

আমাকে মা একা করে আসবেনা

ফিরে এই জগতে,

মা ছাড়া এই জীবন আমার

ধুধুযে মরু ভূমি।

 

প্রভু তুমি আমার মাকে নিয়ো

তোমার কাছে টেনে,

তুমি ছাড়া মাকে আমার

কে করিবে পার ঐ জগতে।

 

মাকে আমার করো ক্ষমা তোমার অসীম করুনাতে।


 

 

‘স্বপ্নপূরণ’-এর সাথে সার্বিক যোগাযোগ করতে- ০১৮২১৮৮৩১৫৯

মন্তব্য করুন