
গাজীপুর, নোয়াখালী ও টাঙ্গাইল তিন জেলায় পানিতে ডুবে আজ শুক্রবার (১৯ এপ্রিল) ছয় শিশুর মৃত্যু হয়েছে।
গাজীপুর: সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আউচপাড়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশু দুইজন হলো- নেত্রকোনার আটপাড়া থানার মল্লিকপুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে মারিয়া আক্তার (১০) ও ময়মনসিংহের ফুলপুর থানার রগুনাথপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মামুন(১০)।
নিহত ওই দুই শিশু তাদের পরিবারের সঙ্গে টঙ্গীর আউচপাড়া এলাকার ইলিয়াসের বাড়িতে বাসা ভাড়া থাকতো।
টঙ্গী পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই)মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল: ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে রিতু ও ছোয়া নামে চাচাতো দুই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিতু (৫) ওই গ্রামের মোহনের মেয়ে ও ছোয়া (৬) সুমনের মেয়ে। দুইজনে সম্পর্কে চাচাতো বোন।
নোয়াখালী: জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে চৌমুহনীর ডেল্টা জুল মিলস কলোনিতে এঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই কলোনির বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়া জেলার কিমুতিক গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইয়াছিন (৬) ও চৌমুহনী পৌর এলাকার গানিপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে সুমাইয়া (৫)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস

