

ঝালকাঠি প্রতিনিধি: দক্ষিণ বঙ্গের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার অন্তর্গত নূরনগর, তুলাতলায়, অবস্থিত জামিয়া ইসলামীয়া আলমতাজ কারীমিয়া মহিলা মাদরাসার বার্ষিক ইসলামি সংস্কৃতিক ও প্রতিযোগীতা অনুষ্ঠান গতকাল ১৮/৪/১৯ রোজ বৃহস্পতিবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাদরাসা পরিচালক মাওলানা আল আমিন দোহারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এ সময় অত্র মাদরাসার ২০০শত ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার নাজেমে তা’লিমাত, মুফতী সাঈদ আহমাদ, মুদার্রিস মাওলানা নেছার উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
জিআরএস/পাবলিক ভয়েস