

চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মেশকাত জামাতের ছাত্র মুহাম্মদ সোহাইল (২২) ইন্তেকাল করেছেন ৷ গতরাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্য হয়। সোহাইলের আকস্মিক ইন্তিকালে মাদরাসা ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে আসে।
মুহাম্মাদ সোহাইল টাঙ্গাইল জেলার সখীপুর থানার কচুয়া গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে ৷ আজ বাদ ফজর জামিয়ার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইমামতিতে মরহুমের প্রথম নামাযে জানাযা সম্পন্ন হয়েছে এবং সকাল ৬টার পর এ্যাম্বুল্যান্স যোগে তার লাশ টাঙ্গাইল পাঠানো হয়েছে।
সোহাইলের ইন্তেকালে মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী এবং সহযোগী পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী’সহ জামিয়ার শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা এবং সোহাইলের মাগফিরাত ও জান্নাতে উঁচু মাকামের জন্য বিশেষ দোয়া করেন।
সোহাইল জামিয়া ক্যাম্পাসে অবস্থিত দারে জাদীদ ছাত্রাবাসের ৫১১ নং রুমের আবাসিক ছাত্র ছিল ৷ সোহাইল উর্দুখানা থেকে জামাতে হিদায়া পর্যন্ত দীর্ঘ আট বছর মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসায় অধ্যয়ন করেছেন । এরপর চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে দারুল উলুম হাটহাজারী মাদরাসায় মিশকাত জামাতে ভর্তি হন। গতকাল মেশকাত জামাতের বেফাক পরীক্ষা শেষে আজ তার বাড়ি ফেরার কথা ছিলো।