
জামালপুর-ময়মনসিংহ সড়কে মোটর সাইকেল চাপায় আরিফ হোসেন (১২) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় জামালপুর সদর উপজেলার শরিফপুরের অনন্তবাড়ী এলাকায় এ দুঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন অনন্তবাড়ী এলাকার মাসুদ রানার ছেলে। সে নান্দিনার মর্নিং সান কিন্ডার গার্টেন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানান, আরিফ হোসেন বাড়ি থেকে বের হয়ে জামালপুর-ময়মনসিংহ সড়ক পারাপারের সময় দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কায় গুরুতর আহত হন। আহত আরিফ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস

