
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইটভাটার মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জয়রামপুর গ্রামে মেসার্স শেখ ব্রিকসে এ ঘটনা ঘটে।
মৃত বাবু হোসেন (৩৫) দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ও আব্দুল হান্নান (৫০) দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের কালাচাঁদ মণ্ডলের ছেলে।
জানা যায়, ইটভাটায় মাটি কাটার কাজ করার সময় মাটি ধসে পড়ে তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা দুইজনকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানার এসআই মেজবাহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মৃত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

