
শেখ নাসির উদ্দিন, খুলনা: গতকাল শনিবার ( ১৩ এপ্রিল ) সন্ধ্যা ৭ টায় নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী ও মাসিক বৈঠক নগর সহ সভাপতি শেখ মুহা. নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মুফতী আমানুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক জিএম সজিব মোল্লা, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, মোঃ আব্দুর রশিদ, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী ওয়াক্কাস, মাওঃ দ্বীন ইসলাম, মুক্তিযুদ্ধা জি এম কিবরিয়া, আলহাজ্ব আমজাদ হোসেন, মুহা. হুমায়ুন কবির, আলহাজ্ব আবু তাহের, হাজী মারুফ, ইসলামী শ্রমিক আন্দোলনের আলহাজ্ব জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, ছাত্র আন্দোলনের মুহা. সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ২০ এপ্রিল শনিবার নগর সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ফেনীতে নুসরাতকে অগ্নিসংযোগে পুড়িয়ে মারার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, পরে নুসরাতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

