বেসিক ব্যাংকের ৭৫ কোটি ৬৬ লক্ষ টাকা আত্মসাত, আটক ২

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯
দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অর্থ আত্মসাতের অভিযোগে টেকনো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লি: এর ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিমসহ ২ জনকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলকা থেকে বেসিক ব্যাংক লিঃ এর ৭৫ কোটি ৬৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে টেকনো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিম বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদারকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করেছে দুদক।

এ বিষয়ে এডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিঃ, গুলশান, ঢাকা-এর সিনিয়র ম্যানেজার লজিস্টিক, মশিহুর রহমান সরকার মহানগর দায়রা জজ আদালতে দ-বিধির ৪০৯/৪২০/৪৬২ (এ)/৪৬২ (বি)/১১৪/১০৯ ধারায় একটি ফৌজদারি বিশেষ মামলা দায়ের করেন। ফৌজদারি বিশেষ মামলা নং-১৬৯/২০১৬।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় , ঢাকা এর উপপরিচালক মোঃ ইব্রাহিম মামলাটি তদন্ত করছেন। তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দুদক। এ মামলায় এই ২ জনসহ আটজনকে আসামি করা হয়।

আইএ

মন্তব্য করুন