মসজিদ থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ৩

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

রাজধানীর ডেমরা এলাকায় একটি মসজিদ থেকে বস্তাবন্দি শিশু মনিরের (৮) মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ডেমরা থানা পুলিশ এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দিনগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু মনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত সোমবার (৮ এপ্রিল) বিকেলে ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার নুর ই আয়েশা জামে মসজিদের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু মনির হোসেনের (৮) মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় নূরে মদীনা মাদরাসার শিশুশ্রেণির ছাত্র মনির আগের দিন রোববার (৭ এপ্রিল) থেকে নিখোঁজ ছিল।

আইএ

মন্তব্য করুন