

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে রবিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করেছে।
বিজিবি সদর দপ্তর সূত্র জানিয়েছে, রবিবার সকাল থেকে বিজিবি সদস্যরা ভারি অস্ত্র নিয়ে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত ছোট দ্বীপ সেন্ট মার্টিনে টহল শুরু করেছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা (সদর দপ্তর) মোহাম্মাদ মহসিন রেজা গণমাধ্যমকে বলেছেন, ‘সরকারের নির্দেশে দ্বীপে পর্যাপ্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সংখ্যা আরও বাড়ানো হবে।’
তিনি বলেন, দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত আধা সামরিক বাহিনী ছিল।
দ্বীপে বিজিবি সদস্য মোতায়েনে সরকারের সিদ্ধান্তের পেছনে কারণ সম্পর্কে বিস্তারিত না জানিয়ে রেজা বলেন, ‘দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলোর পাশাপাশি সকাল থেকে সেখানে ফের বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।’
আইএ