

সিলেট নগরীর সোবহানীঘাট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সিলেটের প্রবীন আলেম শায়খ মাওলানা শফিকুল হক আমকুনী গুরুতর অসুস্থ।
শনিবার (৬ এপ্রিল) বিকালে তাকে দেখতে ও চিকিৎসার খোঁজ-খবর নিতে হুজুরের বাসভবনে যান ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শায়খ আমকুনীর শয্যা পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে শায়খ আমকুনীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ শাব্বির আহমদ রাজী, কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক ও সিলেট জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব মোঃ জাফর ইকবাল, জেলা ছাত্র জমিয়তের যুগ্ম আহবায়ক হাফিজ আবুল কাশেম রাজাগঞ্জী, জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুশ শহীদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব হাফিজ আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সদস্য হাফিজ আব্দুল হাকীম এবং সুলতান আহমদ প্রমুখ ।
আইএ/পাবলিক ভয়েস