

করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা প্রদান করেছে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম মঙ্গলবার ( ২ এপ্রিল) গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
আইএ/পাবলিক ভয়েস